কামরুল হাসান, হবিগঞ্জ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সার্টিফিকেট পরীক্ষা-২০২৪-এর কেন্দ্র ফি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে মাত্র তিন পরীক্ষার বিপরীতে খরচ দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা। অথচ ২০২৩ সালে ১৭ পরীক্ষার ব্যয়ের চেয়েও বেশি। মূলত প্রশাসনিক কর্মকর্তা পরিচালনা কমিটির সদস্য ও কর্মচারীদের সম্মানী বাবদ উত্তোলন করা হয়েছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টাকা, যা অনিয়ম হয়েছে বলে মনে করছেন শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রকও।
অনুসন্ধানে জানা যায়, এইচএসসি পরীক্ষা-২০২৪ এ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, পঞ্চাশ হাইস্কুল অ্যান্ড কলেজ ও জহুর চান বিবি মহিলা কলেজ থেকে মোট ১ হাজার ১৩৬ জন শিক্ষার্থী অংশ নেন । তাদের কাছ থেকে প্রাপ্ত কেন্দ্র ফি, কেন্দ্র ব্যবস্থাপনা ফি ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আয় হয় পাঁচ লাখ ৮২ হাজার ১০৬ টাকা। জুলাই-আগস্ট আন্দোলনের কারণে মাত্র তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হলেও ব্যবহারিক পরীক্ষার ফি বাদে বাকি চার লাখ ৯৮ হাজার ৪০৬ টাকা খরচ দেখিয়ে বিল উত্তোলন করেন পরীক্ষা পরিচালনা কমিটি। যেখানে সম্মানী বাবদ তিন লাখ ৯৩ হাজার ৬০৫ টাকা, ডাক খরচ ২ হাজার ২৩৬ টাকা এবং ৪৩টি ভাউচারে এক লাখ ২ হাজার ৫৬৫ টাকা ব্যয় দেখানো হয়েছে। হিসেব করলে দেখা যায়, প্রতি একটি পরীক্ষার বিপরীতে খরচ করা হয়েছে এক লাখ ৬৬ হাজার টাকা।
অপরদিকে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ওই বছর কেন্দ্র কি বাবদ আয় হয় পাঁচ লাখ ৭২ হাজার ১১৫ টাকা। ব্যবহারিক ও ১৭টি পরীক্ষার বিপরীতে সমস্ত টাকা ব্যয় করা হয়েছে। এর মাঝে প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক কর্মচারী সম্মানী বাবদ তিন লাখ ৫৭২ টাকা খরচ করা হয়। ২০২৪ সালের পরীক্ষায় সম্মানী বাবদ খরচ দেখানো হয়েছে তিন লাখ ৯৩ হাজার ৬০৫ টাকা। যা ২০২৩ সালের চেয়ে ৯৩ হাজার ৩৩ টাকা বেশি।
অতিরিক্ত খরচের বিষয়ে অনুসন্ধান করে দেখা যায়, ২০২৩ সালে অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্র ফি থেকে তৎকালীন অধ্যক্ষ ও পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক চৌধুরী ১৭ পরীক্ষার বিপরীতে সম্মানী নেন ৩০ হাজার ৯৩৮ টাকা। কমিটির পরিচালনা কমিটির পাঁচ সদস্য নেন এক লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী গোলাম মোস্তফা বলেন, এ বছর আয় বেশি হওয়ায় সম্মানী বেশি নেওয়া হয়েছে। পরীক্ষা খাতের বাহির থেকে কোনো টাকা নেওয়া হয়নি।
একই বিষয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার কাছে অনিয়ম মনে হয়েছে। আমরা আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। কেউ যদি অভিযোগ করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস বলেন, অধ্যক্ষের সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত বছরের তুলনায় এ বছর সম্মানী বেশি উত্তোলন করা হয়েছে। এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) সার্টিফিকেট পরীক্ষা-২০২৪-এর কেন্দ্র ফি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। কোনো ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে মাত্র তিন পরীক্ষার বিপরীতে খরচ দেখানো হয়েছে পাঁচ লাখ টাকা। অথচ ২০২৩ সালে ১৭ পরীক্ষার ব্যয়ের চেয়েও বেশি। মূলত প্রশাসনিক কর্মকর্তা পরিচালনা কমিটির সদস্য ও কর্মচারীদের সম্মানী বাবদ উত্তোলন করা হয়েছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত টাকা, যা অনিয়ম হয়েছে বলে মনে করছেন শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রকও।
অনুসন্ধানে জানা যায়, এইচএসসি পরীক্ষা-২০২৪ এ শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজ, পঞ্চাশ হাইস্কুল অ্যান্ড কলেজ ও জহুর চান বিবি মহিলা কলেজ থেকে মোট ১ হাজার ১৩৬ জন শিক্ষার্থী অংশ নেন । তাদের কাছ থেকে প্রাপ্ত কেন্দ্র ফি, কেন্দ্র ব্যবস্থাপনা ফি ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আয় হয় পাঁচ লাখ ৮২ হাজার ১০৬ টাকা। জুলাই-আগস্ট আন্দোলনের কারণে মাত্র তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হলেও ব্যবহারিক পরীক্ষার ফি বাদে বাকি চার লাখ ৯৮ হাজার ৪০৬ টাকা খরচ দেখিয়ে বিল উত্তোলন করেন পরীক্ষা পরিচালনা কমিটি। যেখানে সম্মানী বাবদ তিন লাখ ৯৩ হাজার ৬০৫ টাকা, ডাক খরচ ২ হাজার ২৩৬ টাকা এবং ৪৩টি ভাউচারে এক লাখ ২ হাজার ৫৬৫ টাকা ব্যয় দেখানো হয়েছে। হিসেব করলে দেখা যায়, প্রতি একটি পরীক্ষার বিপরীতে খরচ করা হয়েছে এক লাখ ৬৬ হাজার টাকা।
অপরদিকে ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ওই বছর কেন্দ্র কি বাবদ আয় হয় পাঁচ লাখ ৭২ হাজার ১১৫ টাকা। ব্যবহারিক ও ১৭টি পরীক্ষার বিপরীতে সমস্ত টাকা ব্যয় করা হয়েছে। এর মাঝে প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক কর্মচারী সম্মানী বাবদ তিন লাখ ৫৭২ টাকা খরচ করা হয়। ২০২৪ সালের পরীক্ষায় সম্মানী বাবদ খরচ দেখানো হয়েছে তিন লাখ ৯৩ হাজার ৬০৫ টাকা। যা ২০২৩ সালের চেয়ে ৯৩ হাজার ৩৩ টাকা বেশি।
অতিরিক্ত খরচের বিষয়ে অনুসন্ধান করে দেখা যায়, ২০২৩ সালে অনুষ্ঠিত পরীক্ষার কেন্দ্র ফি থেকে তৎকালীন অধ্যক্ষ ও পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক চৌধুরী ১৭ পরীক্ষার বিপরীতে সম্মানী নেন ৩০ হাজার ৯৩৮ টাকা। কমিটির পরিচালনা কমিটির পাঁচ সদস্য নেন এক লাখ ২৭ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও পরীক্ষার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী গোলাম মোস্তফা বলেন, এ বছর আয় বেশি হওয়ায় সম্মানী বেশি নেওয়া হয়েছে। পরীক্ষা খাতের বাহির থেকে কোনো টাকা নেওয়া হয়নি।
একই বিষয়ে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক হাবিবা বাছিতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার কাছে অনিয়ম মনে হয়েছে। আমরা আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। কেউ যদি অভিযোগ করেন তাহলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস বলেন, অধ্যক্ষের সঙ্গে আমি কথা বলেছি। তিনি জানিয়েছেন, ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক গত বছরের তুলনায় এ বছর সম্মানী বেশি উত্তোলন করা হয়েছে। এখানে যদি কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করব।
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে