নিখোঁজের তিন দিন পর জমিয়ত নেতার লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৪৮
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬: ২৭

সুনামগঞ্জে নিখোঁজের তিনদিন পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, সুনামগঞ্জ জেলা জমিয়তের সহসভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী (৫২), মোস্তাক আহমেদ গাজীনগরীর (৫২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত শুক্রবার ভোরে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের শ্যামনগর গ্রামের পাশে শাখা সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, গত শুক্রবার ভোরে শান্তিগঞ্জ ও দিরাই উপজেলার লাগোয়া শ্যামনগর গ্রামের পাশে বয়ে যাওয়া শাখা সুরমা নদীতে স্থানীয় লোকজন ভাসমান একটি লাশ দেখতে পান। লাশটি মোস্তাক গাজীনগরীর সন্দেহ হলে তার পরিবারকে জানানো হয়। পরে তার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে গাজীনগরীর লাশটি শনাক্ত করেন।

জানা যায়, গত মঙ্গলবার নিজ বাড়ি শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গাজীনগর থেকে সুনামগঞ্জ শহরে যান। শহর থেকে রাত ১১টার দিকে দিরাই রাস্তার পয়েন্টে আসার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বারবার মোবাইল ফোনে কল করার পর মোবাইলটি বন্ধ পাওয়া যাচ্ছে। এরপর থেকে তার সন্ধান চেয়ে শান্তিগঞ্জ থানায় জিডি করেন তার স্ত্রী রুবি বেগম।

এদিকে গত বৃহস্পতিবার জমিয়তের আয়োজনে শান্তিগঞ্জ ও সুনামগঞ্জ শহরে মোস্তাক গাজীনগরীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান চৌধুরী বলেন, নিখোঁজের তিনদিন পর মোস্তাক গাজীনগরীর লাশ সুরমা নদীতে ভাসমান পাওয়া গেছে। কি কারণে তাকে নদীতে ফেলে মেরে ফেলা হয়েছে কারণ জানিনা। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ দ্রুত মোস্তাক গাজীনগরীর লাশ হওয়ার পেছনে কারণ খুঁজে হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ওসি তদন্তের নেতৃত্বে একদল পুলিশ পাঠিয়েছি। লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর কারণ জানা যাবে।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত