সুনামগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ইমাম গ্রেফতার

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)
প্রকাশ : ১০ মার্চ ২০২৫, ১১: ৫১

সুনামগঞ্জের ছাতকে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ছাতক থানার ১নং ইসলামপুর ইউনিয়নের বনগাঁও (উত্তরপাড়া) জামে মসজিদে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম দীর্ঘদিন ধরে ওই মসজিদে ইমামতি করে আসছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে মসজিদ সংলগ্ন এলাকায় এক কিশোরীকে নিয়ে সন্দেহজনক আচরণ করায় স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে কিশোরী কান্নাজড়িত কণ্ঠে তাকে ধর্ষণের কথা জানালে উত্তেজিত জনতা ইমামকে আটক করেন।

অভিযুক্ত ইমাম সিলেটের গোয়াইনঘাট উপজেলার বনী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। তার বিরুদ্ধে সোমবার দুপুরে ভিকটিমের ফুফু সোনারা বেগম (৩০) বাদী হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/০৩)-এর ৯(১) তৎসহ ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, রমজান উপলক্ষে ও মসজিদে কোরআন শিক্ষা (দারুল কিরাআত) চলছিল।

৬ মার্চ জোহরের নামাজের বিরতিতে অন্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করার পর ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে ইমাম।

গ্রেফতার ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত