সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন ইউএনও মোহাম্মদ শফিকুর রহমানকে যোগদানের আগেই বদলি করা হয়েছে। তার জায়গায় মো. রবিন মিয়াকে পদায়ন করা হয়।
সোমবার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত আদেশে তাদের বদলি করা হয়।
এর আগে সাদাপাথর লুটপাটের দায়ে কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুননাহারকে বদলি করে মোহাম্মদ শফিকুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
নতুন ইউএনও মো. রবিন মিয়া এর আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও নারায়ণগঞ্জে সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) হিসেবে দায়িত্ব পালন করেন।

