বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উদীয়মান তারকা শমিত সোম একদিনের জন্য নিজ বাড়ি শ্রীমঙ্গলে এসেছেন। সম্প্রতি ভারতের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত খেলে জাতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শমিত সোম।
বুধবার (১৯ নভেম্বর) সকালে তিনি শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় নিজ বাড়িতে পৌঁছান। ঢাকা থেকে ফ্লাইটে সিলেট এবং সেখান থেকে বাফুফে প্রদত্ত গাড়িতে শ্রীমঙ্গল আসেন তিনি।
উল্লেখ্য, দেশে ফেরার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন—বাংলাদেশকে জয় উপহার দেবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই এবার পরিবারের সান্নিধ্যে ফিরলেন তিনি।
তার আগমনে এলাকাজুড়ে বইতে থাকে আনন্দের জোয়ার। স্থানীয় মানুষের মাঝে তাকে ঘিরে দেখা যায় উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি।
বাংলাদেশি–কানাডিয়ান এই ফুটবলারের অসাধারণ নৈপুণ্যে খুশি তার পরিবারের সদস্যরাও। তারা জানান, জাতীয় দলে শমিতের ধারাবাহিক সাফল্য তাদের গর্বকে আরো বাড়িয়ে দিয়েছে।

