আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

ভারত-সুনামগঞ্জ সীমান্ত পথে অবৈধভাবে পাচার হয়ে আসা উন্নতমানের লেহেঙ্গা, শাড়িসহ সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ২৮ বিজিবি।

বিজ্ঞাপন

সোমবার (৩০) জুন মধ্যরাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তের একটি পরিত্যক্ত গুদামে টাস্কফোর্সের অভিযানে এসব পণ্য জব্দ হয়।

আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পরিত্যক্ত গুদাম থেকে ভারতীয় উন্নতমানের শাড়ির চালান জব্দ করা হয়। এসব শাড়ির আনুমানিক মূল্য সাড়ে ৫ কোটি টাকা।

গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন