মেরুদণ্ডহীন প্রশাসন এখন এদিক-সেদিক পাথর খোঁজে: রেজাউল করিম

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১৮: ৪১
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৮: ৪৯

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সিলেটের প্রশাসন দুর্বল ও মেরুদণ্ডহীন। হাজার হাজার কোটি টাকার পাথর লোপাট হওয়ার পর এখন তারা এদিক-সেদিক পাথর খুঁজে বেড়াচ্ছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুর শহর শিবিরের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এসময় বক্তারা সাঈদীসহ অন্যান্যদের বিচারিক প্রক্রিয়ায় হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।

লক্ষ্মীপুর শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সরদার সৈয়দ আহমেদ এবং শিবিরের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুল ইসলাম।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত