স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসকের কড়া নির্দেশনা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৩১

“হাসপাতাল মানেই স্বাস্থ্যসেবার নিরাপদ আশ্রয়, অথচ সেখানে যদি অনিয়মই নিয়মে পরিণত হয়, তবে জনগণ কোথায় যাবে?”—এমন এক বাস্তব চিত্রই সামনে আসে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনে।

সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন হাসপাতালটি পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও)।

বিজ্ঞাপন

দেখা যায়, রোগীদের জন্য নির্ধারিত খাবারের তালিকায় ভাত, মাংস, ডাল ও সবজি থাকলেও বাস্তবে সবজি সরবরাহ করা হয়নি। দন্ত চিকিৎসকের চেম্বারে রোগীদের ব্যবহৃত যন্ত্রপাতি অপরিষ্কার অবস্থায় রাখা হয়েছে, যা সংক্রমণের ঝুঁকি বহুগুণ বাড়ায়।

পোস্ট-অপারেটিভ কক্ষে নেই প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা; সংক্রমণ প্রতিরোধে দরজা বন্ধ রাখার নিয়মও মানা হয়নি।

অনিয়মগুলো চিহ্নিত করার পর জেলা প্রশাসক তাৎক্ষণিক কঠোর নির্দেশনা দেন—

তিন দিনের মধ্যে খাবারের মেনুতে সবজি না দেওয়ার কারণ ব্যাখ্যা করতে হবে ঠিকাদারকে।

সাত দিনের মধ্যে হাসপাতাল ভবন ও ক্যাম্পাস পরিস্কার-পরিচ্ছন্ন করে লিখিত প্রতিবেদন দিতে হবে।

চিকিৎসক ও নার্সদের রোগীদের সঙ্গে উত্তম ব্যবহার ও সেবার মান উন্নয়নে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়।

পোস্ট-অপারেটিভ কক্ষে সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ ও এয়ারকন্ডিশন (এসি) স্থাপনের সুপারিশ করা হয়।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন সাংবাদিকদের বলেন— “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এখানে যে অনিয়মগুলো পাওয়া গেছে, তা অগ্রহণযোগ্য। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত হাসপাতালে যদি সেবার মানহানি ঘটে, তবে তার দায় কেউ এড়াতে পারবে না।”

তিনি পরিদর্শন কাজে সহযোগিতা করায় সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান এবং দ্রুত পরিবর্তনের আশা প্রকাশ করেন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত