আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ওসমানীনগরের নতুন ইউএনও মুনমুন নাহার আশা

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)
ওসমানীনগরের নতুন ইউএনও মুনমুন নাহার আশা

সিলেটের ওসমানীনগর উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন মুনমুন নাহার আশা।

গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থানীয় সরকার শাখা–২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে তিনি জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহ জেলার সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ভূমি অধিগ্রহণ (এল.এ) শাখা-১ এবং তথ্য ও অভিযোগ শাখার দায়িত্ব পালন করছিলেন।

নতুন ইউএনও মুনমুন নাহার আশাকে স্বাগত জানিয়ে উপজেলাবাসী আশা প্রকাশ করেছেন। তারা জানান, মুনমুন নাহার আশার নেতৃত্বে ওসমানীনগরে রাজনৈতিক প্রভাবমুক্ত উন্নয়ন, সুশাসন ও জনসেবার ধারাবাহিকতা আরও এগিয়ে যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন