সিলেট মহানগর শাখার ১৮৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
সিলেট ব্যুরো
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন এ দেশের মানুষ মেনে নেবে না। অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।
বুধবার বিকালে হেফাজতে ইসলামের সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরের দরগাহ গেটের একটি অভিজাত হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছি। অতীতে আমরা দেখেছি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ‘মানবাধিকারের’ নামে ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে। এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের ওপর আঘাত, অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিরও পরিপন্থী।
এ সময় তিনি বলেন, কওমি মাদরাসার শিক্ষা নিয়ে উপদেষ্টা শারমিন এস মুরশিদের বক্তব্য চরম আপত্তিকর। হেফাজতের পক্ষ থেকে ওই বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর এই উপদেষ্টার অপসারণ দাবি করছি।
সিলেট মহানগর হেফাজতের সভাপতি মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামিম আহমদের পরিচালনায় পরিচিতি সভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগর শাখার ১৮৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠ করেন সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন এ দেশের মানুষ মেনে নেবে না। অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানান তিনি।
বুধবার বিকালে হেফাজতে ইসলামের সিলেট মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরের দরগাহ গেটের একটি অভিজাত হোটেলে সভাটি অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে আমরা গভীর উদ্বেগ ও আশঙ্কা প্রকাশ করছি। অতীতে আমরা দেখেছি, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ‘মানবাধিকারের’ নামে ইসলামি শরিয়াহ, পারিবারিক আইন এবং ধর্মীয় মূল্যবোধে হস্তক্ষেপের অপচেষ্টা করেছে। এসব হস্তক্ষেপ একদিকে যেমন জাতীয় সার্বভৌমত্বের ওপর আঘাত, অন্যদিকে মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিরও পরিপন্থী।
এ সময় তিনি বলেন, কওমি মাদরাসার শিক্ষা নিয়ে উপদেষ্টা শারমিন এস মুরশিদের বক্তব্য চরম আপত্তিকর। হেফাজতের পক্ষ থেকে ওই বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। পাশাপাশি দেশের জন্য ক্ষতিকর এই উপদেষ্টার অপসারণ দাবি করছি।
সিলেট মহানগর হেফাজতের সভাপতি মাওলানা মুশতাক আহমদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ শামিম আহমদের পরিচালনায় পরিচিতি সভায় দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
পরিচিতি সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগর শাখার ১৮৮ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠ করেন সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ আসজাদ আহমদ।
কক্সবাজারে গভীর সমুদ্রে পাচারের মুহূর্তে ২৯ জনকে উদ্ধার করেছে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। এ সময় তিন মানবপাচারকারিকে আটক করা হয়েছে। বুধবার মেরিন ড্রাইভের রাজারছড়া এলাকায় এই অভিযান চালানো হয়। বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
১২ মিনিট আগেএ সময় অসাবধানতাবশত তার শরীরে সার্ভিস তার স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২১ মিনিট আগেবুধবার ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাইফুল ইসলাম সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক। তিনি ওই এলাকার বারকোনা গ্রামের চান মিয়ার ছেলে।
৩৪ মিনিট আগেমঙ্গলবার রাতে ১২টার দিকে তিনটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে। এসময় চালসহ একটি অটোরিকশা জব্দ করলেও বাকি দুটি রিকশা দ্রুত গতিতে পালিয়ে যায়।
৪০ মিনিট আগে