সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেট ব্যুরো
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৪: ০৭

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী মঙ্গলবার বিকেল ৩টায় বৈঠকে বসবেন বলে জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতা ময়নুল ইসলাম। তিনি জানান, এ বৈঠকে সাড়া দিয়ে ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে।

এরআগে মঙ্গলবার সকাল থেকে সিলেটে ৬ দফা দাবিতে পরিবহন ধর্মঘট শুরু হয়। অনির্দিষ্টকালের এ ধর্মঘটের ডাক দেয় জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বিজ্ঞাপন

এরআগে সোমবার সন্ধ্যায় সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সরেজমিনে দেখা গেছে, ধর্মঘটের কারণে নগরীতে সীমিত যানবাহন চলাচল করছে। রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকার ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না। যাত্রীরা বাস না পেয়ে জরুরি কাজে অনেকে কার-মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশা রিজার্ভ করে গন্তব্যে ছুটছেন। যেসব অটোরিকশা চলাচল করেছে সেগুলোও ভাড়া চেয়েছে দ্বিগুণ।

সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম জানান, কোনো ধরনের পিকেটিং ছাড়াই ধর্মঘট পালন করা হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত