আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিখোঁজের ৩০ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রী উদ্ধার, আটক দুই অপহরণকারী

সিলেট ব্যুরো

নিখোঁজের ৩০ ঘণ্টার মধ্যে স্কুলছাত্রী উদ্ধার, আটক দুই অপহরণকারী
ছবি: আমার দেশ।

সিলেটের মোগলাবাজার থানাধীন এলাকায় নিখোঁজের মাত্র ৩০ ঘণ্টার মধ্যেই এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—আবুল কাশেমের ছেলে আল আমিন হাসান (১৮) এবং মুকিত আহমেদের ছেলে মাহি আহমেদ নয়ন (১৮)।

বিজ্ঞাপন

জানা যায়, গত ০৫ জানুয়ারি সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী। পরে এ ঘটনায় ভুক্তভোগীর পিতা মোগলাবাজার থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন।

তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় এসআই শাহজালাল শুভ তার ফোর্স নিয়ে অপরাধীদের ধরতে অভিযান পরিচালনা করেন। এসময় তারা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন ভানুগাছ রোডস্থ পানসী রেস্টুরেন্টের সামনে থেকে অপহরণকারীদেরকে আটক করে ওই ছাত্রীকে সফলভাবে উদ্ধার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ভিকটিমকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় অপহরণ সংক্রান্ত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশের দ্রুত ও কার্যকর অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধারে স্থানীয়ভাবে স্বস্তি প্রকাশ করেছেন এলাকাবাসী।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন