আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শায়েস্তাগঞ্জে প্রস্তুত হচ্ছে তারেক রহমানের জনসভাস্থল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

শায়েস্তাগঞ্জে প্রস্তুত হচ্ছে তারেক রহমানের জনসভাস্থল
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ভবন নির্মাণের জন্য মাটি ভরাটকৃত বিশাল মাঠ প্রস্তুত করা হচ্ছে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু করবেন। সিলেট বিভাগে তিন জনসভায় বক্তব্য রাখবেন। এর মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা ভবন নির্মাণের জন্য মাটি ভরাটকৃত বিশাল মাঠ প্রস্তুত করা হচ্ছে। এ উপলক্ষে জেলা ও স্থানীয় বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের মাঠে গিয়ে দেখা যায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছায় মাঠ পরিষ্কার-পরিচ্ছনতার কাজ করছেন। একই দিনে পুলিশ সুপার ইয়াছমিন আক্তারও মাঠ পরিদর্শন করেছেন।

এদিকে, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বুধবার রাতে শায়েস্তাগঞ্জ শহরে একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় হবিগঞ্জের চারটি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী জি কে গউছ যৌথ সভায় বলেন, তারেক রহমানের সিলেট সফরের পুরো কর্মসূচি এখনো কেন্দ্রীয়ভাবে ঘোষণা করা হয়নি। তবে দুই-এক দিনের মধ্যে জানানো হবে। মাঠের কোন পাশে মঞ্চ হবে, কত বড় হবে, মঞ্চে কারা থাকবেন— এসব বিষয় কেন্দ্র থেকে জানানো হবে। তবে এই জনসভায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

যৌথ সভায় বক্তব্য দেন হবিগঞ্জ-৪ আসনের প্রার্থী সৈয়দ মো. ফয়সল, হবিগঞ্জ-২ আসনের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনসহ অন্য নেতারা।

সর্বশেষ ২০০৫ সালে তারেক রহমান দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দিতে সিলেটে এসেছিলেন বলে জানিয়েছেন জি কে গউছ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন