সীমান্তে স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো বিএসএফ

সিলেট ব্যুরো ও জকিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১৭: ৪০
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ১৮: ৩৯

সিলেটের জকিগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের একটি দল প্রবেশ করে কিছু সবজি ক্ষেত ও স্থাপনা ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

রোববার (২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে সিলেটের জকিগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরে ৯নং মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা অভিযোগ করেন, ভারতের বিএসএফ সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের কৃষি জমিতে প্রবেশ করে স্থানীয়দের সবজি চাষের জায়গায় থাকা বাঁশ-ভেড়া কোঠা ও কিছু স্থাপনা ভেঙে ফেলে।

খবর পেয়ে বিজিবি এবং বিক্ষুব্ধ স্থানীয়দের প্রতিবাদ,প্রতিরোধে ও ধাওয়া খেয়ে বিএসএফ পালিয়ে যেতে বাধ্য হয় । রসুলপুর গ্রামে হাসেম আলী জানান, ভারতীয়দের প্রবেশের খবরে আমরা গ্রামবাসী ছুটে আসি। আমাদের প্রতিরোধে বিএসএফ সীমান্ত পেরিয়ে যেতে বাধ্য হয়। আমরা এখন সতর্ক অবস্থায় রয়েছি।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার জানান, বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছি। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে,সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে। বিষয়টি নিয়ে পতাকা বৈঠক হয়েছে।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত