৪ জনকে পিটিয়ে সেনাবাহিনীর হাতে আটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫, ০৭: ০৩

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে চার জনকে পিটিয়ে আহত করার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিবকে আটক করা হয়েছে।

রোববার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করে। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে থেকে তাকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, গত ৯ মে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে ছিলেন মাহদী হাসান, রকি, অন্তর ও সাইফুল।

এ ঘটনায় এনামুল হক সাকিবকে প্রধান আসামি করে হবিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন মাহদী হাসান।

হবিগঞ্জ সদর থানার ওসি এ কে এম সাহাব উদ্দিন শাহীন বলেন, সাকিবের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। সেনাবাহিনী তাকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।

বিষয়:

হবিগঞ্জ
এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত