আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ শ্রীমঙ্গলে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী এ তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ও ১১টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয়।


শহর ও গ্রামাঞ্চলজুড়ে শীতের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। বিশেষ করে চা–বাগান এলাকাগুলোতে শীতের প্রকোপ তুলনামূলক বেশি। সন্ধ্যা নামলেই ঘন কুয়াশা চারপাশ ঢেকে ফেলছে। ভোরবেলা কাজে বের হওয়া খেটে–খাওয়া মানুষজন পড়ছেন চরম দুর্ভোগে। প্রচণ্ড শীতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া কষ্টসাধ্য হয়ে উঠেছে।

বিজ্ঞাপন


সকালে ঘন কুয়াশায় সড়কগুলো ঢেকে যায়। শীতের কুণ্ডলিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, চা–শ্রমিক ও নিম্ন আয়ের মানুষ। কাজ বন্ধ থাকলে তাদের সংসার চলে না, আবার কাজ করতে গেলেও ঠাণ্ডার যন্ত্রণা সহ্য কর তে হচ্ছে। ফলে বাধ্য হয়েই শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে বের হতে হচ্ছে তাদের।


সন্ধ্যার পর রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যায়, স্বাভাবিক জনজীবনে নেমে আসে স্থবিরতা। শীত নিবারণে কেউ খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন, কেউ আবার আশ্রয় নিচ্ছেন চায়ের দোকানে।
এদিকে তীব্র শীতের কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্য জানান, প্রতিদিন হাসপাতালে সর্দি, কাশি, নিউমোনিয়া, হাঁপানি ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।


ঢাকা আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি নেমেছিল মাত্র ২.৮ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া ১৯৬৬ সালের ২৯ জানুয়ারি ৩.৩ ডিগ্রি, ২০০৩ সালের ২৩ জানুয়ারি ৫ ডিগ্রি, ২০০৪ সালের ২৮ ডিসেম্বর ৫.২ ডিগ্রি, ১৯৯৫ সালের ৪ জানুয়ারি ও ২০০৭ সালের ১৭ জানুয়ারি ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন