আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আগ্নেয়াস্ত্রসহ আ. লীগ নেতা তারিকুল গ্রেপ্তার

বরিশাল অফিস

আগ্নেয়াস্ত্রসহ আ. লীগ নেতা তারিকুল গ্রেপ্তার

বরিশালের বানারীপাড়া উপজেলায় আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা তারিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এসআই সিদ্ধার্থ বাদী হয়ে মামলা করেছেন। এছাড়া আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

গত বুধবার মধ্যরাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গ্রেপ্তার তারিকুল ইসলাম (৪৭) উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

ওসি মজিবর রহমান বলেন, গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তারেককে তার বসতঘর থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ঘর থেকে একটি পাইপ গান, আটটি গুলি, দুটি দা ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় এসআই সিদ্ধার্থ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন। এ মামলায় তারেককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন