বিগ ব্যাশের মাঠে ফের জাদু দেখালেন রিশাদ হোসেন। তারকা এ স্পিনার অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে শিকার করেছেন আজ ৩ উইকেট। হোবার্ট হারিকেনসের জার্সিতে বাংলাদেশের এ বোলার ৪ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র ২৬ রান। তার স্পিন ভেলকির ম্যাচে হোবার্টও পেয়েছে দারুণ জয়। জিতেছে ৩৭ রানে।
হোবার্টে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে হারিকেনস সংগ্রহ করে ১৭৮ রান। লক্ষ্য তাড়া করতে নেমে অ্যাডিলেড ৯ উইকেটে হারিয়ে গুটিয়ে যায় দলীয় ১৪১ রানে।
এর আগে টানা দুই ম্যাচ উইকেটশূন্য ছিলেন রিশাদ। আজ ফের উইকেটের দেখা পেয়েছেন এই লেগ স্পিনার। অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এ আসরে রিশাদ সব মিলিয়ে উইকেট পেলেন ১১টি। স্পিনারদের মধ্যে এটি যৌথভাবে সর্বোচ্চ। সমান ১১ উইকেট পেয়েছেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগ স্পিনার লয়েড পোপও।
বিগ ব্যাশে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড নিজের করে নিয়েছেন রিশাদ। তার আগে সর্বাধিক উইকেট ছিল সাকিব আল হাসানের- ৯টি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

