
বিগ ব্যাশে নতুন নিয়ম
গ্যালারির বল পাবেন দর্শক, তবে...
ছেলে ও মেয়েদের বিগ ব্যাশে চালু করা হয়েছে নতুন নিয়ম। ম্যাচে দুই ইনিংসের প্রথম ওভারে বল যতবার গ্যালারিতে যাবে ততবার সেই বল স্যুভেনির হিসেবে রেখে দিতে পারবেন দর্শক। খবর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘নাইন’-এর।


