বিগ ব্যাশে তিন উইকেট শিকার করেছেন রিশাদ হোসেন। লরি ইভান্সের সঙ্গে ফিরিয়ে দিয়েছেন অ্যারন হার্ডি আর কুপার কনোলিকে। বাংলাদেশি এ স্পিনারের বোলিং নৈপুণ্যে পার্থ স্করচার্চকে ৮ উইকেটে ১৫০ রানে আটকে রাখে হোবার্ট হারিকেনস।
জবাবে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌঁছে যায় হোবার্ট। এটি চার ম্যাচে রিশাদদের তৃতীয় জয়।
পার্থ স্টেডিয়ামে টসে হেরে বল হাতে মাঠে নামে হোবার্ট। রিশাদ প্রথম বোলিংয়ে আসেন পঞ্চম ওভারে। এই ওভারে ফিন অ্যালেনের ব্যাটে এক ছক্কাসহ খরচ করেন ৯ রান।
ইনিংসের সপ্তম ওভারে দ্বিতীয় বলেই রিশাদ ফেলে দেন কনোলির উইকেট। নিজের তৃতীয় ও ইনিংসের নবম ওভারে রিশাদ ফেরান হার্ডিকে। সুইপ করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন এ ইংলিশ ব্যাটসম্যান। ১৬ ওভারে রিশাদ ফেরান ইভান্সকে।
সব মিলিয়ে ৪ ওভারে ৩৩ রান খরচ করে নেন ৩ উইকেট। এবারের বিগ ব্যাশে রিশাদের সেরা বোলিং পারফরম্যান্স এটি। এর আগে মেলবোর্ন স্টারসের বিপক্ষে ৩৩ রানে নিয়েছিলেন ২ উইকেট। অস্ট্রেলিয়ার এ টি-টোয়েন্টি টুর্নামেন্টিতে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন রিশাদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

