সেই ভক্তের হাত ধরে হোবার্টের স্বপ্ন পূরণ

স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ২১: ০০

দীর্ঘ অপেক্ষার পর প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জিতেছে হোবার্ট হারিকেন্স। ফ্রাঞ্চাইজিটির এই স্বপ্ন জয়ের নায়ক মিচেল ওয়েন। একটা সময় হোবার্টের পাড় ভক্ত ছিলেন তিনি।

বিগ ব্যাশের ১৪তম আসরের ফাইনাল অনুষ্ঠিত হয় সোমবার (২৭ জানুয়ারি)। যেখানে সিডনি থান্ডারকে ৭ উইকেটে হারায় হোবার্ট। বেলেরিভ ওভালে আগে ব্যাট করে ১৮২ রানের বড় পুঁজি পায় সিডনি। যদিও ওয়েনের মারকাটারি ব্যাটিংয়ে এই লক্ষ্যটাও মামুলি বানিয়ে ফেলে স্বাগতিকরা। ১৪.১ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

বিজ্ঞাপন

৩৯ বলে সেঞ্চুরি করেন ওয়েন। সাজঘরে হাঁটার আগে খেলেন ৪২ বলে ১০৮ রানের ইনিংস। হোবার্ট শিরোপা জেতার পর সাামজিক যোগাযোগ মাধ্যমে বিগ ব্যাশের ২০১৫ সালের আসরের একটি ছবি ভাইরাল হয়। সেখানে দেখা যায়, ব্রিজবেনের বিপক্ষে হোবার্টের একটি ম্যাচে গ্যালারিতে উল্লাস করছেন ওয়েন। ১০ বছর পর তার ব্যাটে চড়েই শিরোপার স্বাদ পেল হোবার্ট।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত