ইউরোপ যাওয়ার টাকা না দেয়ায় ১৩ বছরের ছেলেকে লুকিয়ে অপহরণ মামলা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ১৯: ১৯

ইউরোপে যাওয়ার টাকা না দেয়ায় ১৩ বছরের স্কুল পড়ুয়া ছেলেকে লুকিয়ে অপহরণ মামলার নাটক সাজিয়ে হয়রানির অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার লক্ষনসুম গ্রামের ইকবাল হোসেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ জুন) বিকেলে উপজেলার জাউয়া বাজারে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলন তিনি বলেন, সাহানা জাহান পলি আমার চাচাতো বোন। সে ২০০৬ সালে উপজেলা যুবলীগের সহ সভাপতি দেলোয়ার মাহমুদ জুয়েল বক্সকে পালিয়ে বিয়ে করে। তার দুই ছেলে ও এক কন্যা রয়েছে। দীর্ঘদিন ধরে যৌতুকের দাবিতে স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। স্বামীর নির্যাতন সইতে না পেরে আমাদের বাড়িতে আশ্রয় নেয়। পরে পলি স্বামীর বিরুদ্ধে সুনামগঞ্জ আদালতে নারীও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এ মামলায় স্বামী জুয়েল ২২ দিন জেলে ছিলেন। গত ২৬ নভেম্বর ২০২৪ সালে সুনামগঞ্জ আদালতে উপস্থিত হয়ে স্বামীকে তালাকের নোটিশও প্রদান করেন।

তিনি আরও বলেন, জুয়েল কারাভোগের পর প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠে। নতুন এক ফন্দি আঁটে। তার স্কুল পড়ুয়া ছেলে তাহসিন বক্সকে লুকিয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশের সহযোগিতা পেতে মানববন্ধনসহ নানা কর্মসূচি অব্যহত রাখেন। কিন্তু পুলিশ তার এই নাটকিয়তা বুঝতে পেরে মামলা নেয়নি।

এ নিয়ে স্বামীর বিরুদ্ধে ছাতক প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে স্ত্রী। সংবাদ সম্মেলনে পলি জানায়, ১৩ বছরের ছেলেকে লুকিয়ে তার চাচাসহ স্বজনদের অপহরণ মামলা করে ফাঁসাতে মরিয়া হয়ে উঠেছেন। নারী নির্যাতন মামলা তুলে নিতেই মূলত এ নাটকের অবতারণা করা হচ্ছে। পরে পলি ছেলে উদ্ধারে ১০০ ধারায় একটি পিটিশন করেন আদালতে। পিটিশন দায়েরের পরই তার স্বামী গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির প্রস্তাব দেন। পরে দুপক্ষ বসে ঘটনার মিমাংসা হয়। এবং পলি ছেলেকেও ফিরে পেয়ে মামলা প্রত্যাহার করে নেন। স্বামী স্ত্রী একসাথে সংসার করা শুরু করেন।

তিনি সংবাদ সম্মেলনে আরও বলেন, স্বামী, স্ত্রী মিল হওয়ার পর আমার চাচা সৈয়দুল ইসলামের কাছে আসে পলি। চাচাকে পরিবারসহ ইউরোপে যাওয়ার কথা বলে ১৫ লাখ টাকা দাবি করে। স্বামীর কথায় পলি এসে এসব বলছেন এমনটি ভেবে চাচা টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। টাকা না দেয়ায় স্বামী, স্ত্রী মিলে আবারও সাজায় ছেলে তাহসিনকে দিয়ে অপহরণের নাটক। পরে পলি বাদি হয়ে সিলেটের আদালতে অপহরণ মামলা দায়ের করে চাচা সৈয়দুল ইসলামসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। মামলাটি বর্তমানে সিলেট সিআইডিতে তদন্তাধীন আছে।

এ ব্যাপারে সাহানা জাহান পলির স্বামী দেলোয়ার মাহমুদ জুয়েল বক্স জানান, আমার ছেলে সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে অপহরণ করা হয়েছে। অপহরণের ৪ মাস পর বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর থেকে পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়। আমি এ ব্যাপারে আদালতে মামলা করেছি। মামলা সিআইডি তদন্তে করছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত