আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাল থেকে কর্মস্থলে ফিরছেন ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

সিলেট ব্যুরো

কাল থেকে কর্মস্থলে ফিরছেন ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার সকাল থেকে শুরু ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি এখানো চলছে। তবে রোববার প্রশাসনের সাথে দু’দফা বৈঠক শেষে দাবি পূরণের আশ্বাসে আগামীকাল সোমবার (১৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে কাজে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কর্মবিরতিতে থাকা ইন্টার্নরা।

বিজ্ঞাপন

রোববার দুপুরে হাসপাতাল প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান ইন্টার্ন চিকিৎসকরা। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে প্রথম দফা বৈঠক করেন তারা।

ইন্টার্ন চিকিৎসকদের প্রতিনিধি মাহমুদুল হাসান সাদিক জানান, রোববার সকালে প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক ফলপ্রসূ হয়নি। পরে দুপুরে পুনরায় বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে সঙ্গে প্রশাসনের সহযোগিতা পাওয়া এবং অন্যান্য দাবি-দাওয়া তুলে ধরা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ এসব বিষয়ে আশ্বাস দেওয়ায় কাল সোমবার সকাল থেকে কাজে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে সিওমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, ইন্টার্ন চিকিৎসকদের দাবি-দাওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তারা সোমবার সকাল থেকে কাজে ফিরবেন।

এরই মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি এ ঘটনায় হাসপাতালের পক্ষে সহকারী পরিচালক কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে হাসপাতালের চতুর্থ তলার ৪ নম্বর সার্জারি ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত চারজন আহত হন। পুলিশ রোগীর ৩ স্বজনকে আটক করে। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল থেকে কর্মবিরতি শুরু হয় ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন