বসতঘরে হাঁস খেতে গিয়ে ধরা পড়লো অজগর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১৮: ৪৭

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া মাঝের গাঁও এলাকায় পিন্টু দেবের বসতঘরে হাঁস খেতে এসে একটি অজগর সাপ ধরা পড়েছে। ঘটনাটি দেখে পরিবারের সদস্যরা চরম আতঙ্কিত হয়ে পড়েন। রোববার দুপুর ১২টায় পিন্টু দেব সঙ্গে সঙ্গে বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনকে (BWSF) বিষয়টি জানালে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, আশপাশের বনাঞ্চল ও টিলার কাছাকাছি বসতঘরে এমন ঘটনা মাঝে মাঝে ঘটে। একজন স্থানীয় বলেন, হঠাৎ সাপটি আমাদের বসতঘরে ঢুকে হাঁস ধরে নেওয়ায় সবাই ভীত হয়ে গিয়েছিল। তবে ফাউন্ডেশনের দ্রুত হস্তক্ষেপে সাপটি নিরাপদে উদ্ধার হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বন্যপ্রাণি সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব বলেন, গ্রামীণ এলাকায় এ ধরনের ঘটনা মাঝেমধ্যেই ঘটে। আমরা জনসাধারণকে আতঙ্কিত না হয়ে সঙ্গে সঙ্গে আমাদের জানাতে অনুরোধ করি। অজগরটি বর্তমানে সুস্থ আছে এবং শীঘ্রই পুনর্বাসন করা হবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত