নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর দ্বিতীয় ছেলে এম লাবীব শারাহ আন্তর্জাতিক পর্যায়ের এক গুরুত্বপূর্ণ শিক্ষাগত সাফল্য অর্জন করেছেন। তিনি ইংল্যান্ড ও ওয়েলসের ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস (ICAEW) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) কোয়ালিফিকেশন অর্জন করেছেন।
সোমবার রোববার বিকাল সোয়া ৪টার দিকে নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে এম লাবীব শারাহ উল্লেখ করেন, মাত্র তিন বছরের মধ্যে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কোয়ালিফিকেশন সম্পন্ন করা এবং সব পরীক্ষায় প্রথম চেষ্টাতেই উত্তীর্ণ হওয়া তার জীবনের অন্যতম বড় অর্জন। পাশাপাশি, বিশ্বের অন্যতম বৃহৎ ও স্বনামধন্য একটি হিসাব-নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠানে প্রশিক্ষণের মাধ্যমে এই কোয়ালিফিকেশন সম্পন্ন করতে পেরে তিনি বিশেষভাবে আনন্দিত।
লাবীব শারাহ বলেন, গত তিন বছর তার জীবনের ধৈর্য, পরিশ্রম ও অধ্যবসায়ের এক বড় পরীক্ষা ছিল। এই সময়ে পরিবার-পরিজনের সর্বোচ্চ সহযোগিতা, অনুপ্রেরণা ও মানসিক সমর্থন তাকে এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এজন্য তিনি পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতে যেন তিনি আরও বড় সাফল্য অর্জন করতে পারেন, দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখতে পারেন এবং নিখোঁজ বাবা এম ইলিয়াস আলী ও সিলেট-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর নাম আরও উজ্জ্বল করতে পারেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

