বাহুবলে নবগঠিত কমিটির বিরুদ্ধে বিএনপির ঝাড়ু মিছিল

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ২১: ২১

হবিগঞ্জের বাহুবলে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের বাদ দেয়ার অভিযোগ এনে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল।

শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে থানা ছাত্রদলের কারা নির্যাতিত সাবেক নেতা জামাল আহমেদ, মো. আতাউর রহমানসহ পদবঞ্চিত নেতা কর্মীদের নেতৃত্বে বাহুবল উপজেলা সদরে এ মিছিলটি বের হয়। তারা নবগঠিত কমিটির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় এবং কমিটি বাতিলের দাবি জানায়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জ জেলা কমিটির মাধ্যমে বাহুবল উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়।

শনিবার উক্ত কমিটি অনুমোদন হওয়ার পর প্রকাশ করা হয়। কমিটিতে ত্যাগী ও ফ্যাসিবাদের শাসনামলে নির্যাতিত নেতা কর্মীদের মূল্যায়ন না করায় পদবঞ্চিতরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া হিসেবে ঝাড়ু মিছিল করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত