নিখোঁজ পর্যটকের লাশ এক সপ্তাহ পর উদ্ধার

উপজেলা প্রতিনিধি, গোয়াইনঘাট (সিলেট)
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৪২

গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে আবু সুফিয়ান (২৬) নামের নিখোঁজ পর্যটকের লাশ এক সপ্তাহ পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে জাফলংয়ের বল্লাঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

লাশটি নিখোঁজ আবু সুফিয়ানের বলে শনাক্ত করা হয়। আবু সুফিয়ান সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের আব্দুল হকের ছেলে। সুফিয়ান পেশায় একজন ইলেকট্রনিক মেকানিক ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে, গত বুধবার বিকালে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত