সিলেট ব্যুরো
সিলেটে সাদাপাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বুধবার দুপুরে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ এ তথ্য জানান।
এদিকে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সাংবাদিকদের আলাপকালে বলেন, সিলেটে পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
তবে এই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ গ্রহণ করতে পারেননি। গত সোমবার তাকে দায়িত্ব অব্যাহতি দেয়া হয়। বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক মুরাদ সিলেট ছেড়ে চলে যান। এরপর প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানা গেছে।
তবে, প্রতিবেদনে কি কি বিষয় উঠে এসেছে, তা নিয়ে মুখ খুলেননি কোনো কর্মকর্তা। নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের আজকালের মধ্যে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
প্রসঙ্গত, কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর লুট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত ১২ আগস্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসেন সিংহ। দুই সদস্য হলেন-কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার (বদলীকৃত) ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুল ইসলাম।
গত সোমবার জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জের ইউওন যখন সাদাপাথর পরিদর্শনে ছিলেন তখনেই ডিসি মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়।
এদিকে, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরের পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। কাজ চলছে সতর্ককতার সাথে। যাতে প্রকৃত দোষীদের নাম তালিকায় আসে এবং নির্দোষ মানুষ হয়রানির শিকার না হন। তালিকা তৈরির পর তা প্রকাশ করা হবে।
বুধবার দুপুরের দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেটে চোরাচালান ও খনিজ সম্পদ রক্ষায় জনবল বাড়ানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আরও তিনটি ব্যাটালিয়ন স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। তবে এরমধ্যে একটি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও পুলিশের জনবলও বাড়ানো হচ্ছে। আমরা এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন। এছাড়া আরও ক্যাম্প এবং চেকপোস্টও বসানো হবে।
সিলেটে সাদাপাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি বুধবার দুপুরে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেয়া হয়েছে। তদন্ত কমিটির প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ এ তথ্য জানান।
এদিকে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী সাংবাদিকদের আলাপকালে বলেন, সিলেটে পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
তবে এই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ গ্রহণ করতে পারেননি। গত সোমবার তাকে দায়িত্ব অব্যাহতি দেয়া হয়। বুধবার বেলা ১২টার দিকে জেলা প্রশাসক মুরাদ সিলেট ছেড়ে চলে যান। এরপর প্রতিবেদন জমা দেওয়া হয় বলে জানা গেছে।
তবে, প্রতিবেদনে কি কি বিষয় উঠে এসেছে, তা নিয়ে মুখ খুলেননি কোনো কর্মকর্তা। নতুন জেলা প্রশাসক মো. সারোয়ার আলমের আজকালের মধ্যে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
প্রসঙ্গত, কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথর লুট নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত ১২ আগস্ট তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসেন সিংহ। দুই সদস্য হলেন-কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার (বদলীকৃত) ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুল ইসলাম।
গত সোমবার জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জের ইউওন যখন সাদাপাথর পরিদর্শনে ছিলেন তখনেই ডিসি মাহবুব মুরাদকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) এবং কোম্পানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহারকে বদলি করা হয়।
এদিকে, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথরের পাথর লুটকারীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি হচ্ছে। কাজ চলছে সতর্ককতার সাথে। যাতে প্রকৃত দোষীদের নাম তালিকায় আসে এবং নির্দোষ মানুষ হয়রানির শিকার না হন। তালিকা তৈরির পর তা প্রকাশ করা হবে।
বুধবার দুপুরের দিকে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সিলেটে চোরাচালান ও খনিজ সম্পদ রক্ষায় জনবল বাড়ানো হচ্ছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির আরও তিনটি ব্যাটালিয়ন স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। তবে এরমধ্যে একটি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়াও পুলিশের জনবলও বাড়ানো হচ্ছে। আমরা এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টিও প্রক্রিয়াধীন। এছাড়া আরও ক্যাম্প এবং চেকপোস্টও বসানো হবে।
নিখোঁজ মুফতি মুহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, তিনি জুমার নামাজে হিন্দু সম্প্রদায়ের সংগঠন ইসকন নিয়ে বয়ান করে ছিলেন। এরপর থেকে তাকে হুমকি দিয়ে বেশ কয়েকটি উড়ো চিঠি দেয়া হয়। এরপর থেকে তিনি বিষয়টি নিয়ে মসজিদ কমিটির সাথে কথা বলেন। একপর্যায়ে বুধবার সকাল থেকে তিনি নিখোঁজ হন।
২৫ মিনিট আগেগাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালীতে নদী শাসন ও ভাঙনরোধ প্রকল্পের কাজে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে গ্রামবাসী। বুধবার বিকেলে যমুনা নদীর তীর সংলগ্ন এলাকায় স্থানীয় নদীপাড়ের মানুষ এ মানববন্ধন করে।
৪৪ মিনিট আগেস্থানীয়রা জানান, আলমাস উপজেলার ৩ নম্বর চারিকাটা ইউনিয়নের নয়াখেল পূর্ব গ্রামের শরীফ উদ্দিনের ছেলে। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সুইরঘাট বিওপির চার বিজিবি সদস্য দুটি মোটরসাইকেলযোগে চোরাইপণ্যবাহী একটি পিকআপকে ধাওয়া করেন। এ সময় বিজিবির ছোড়া গুলিতে আলমাস গুলিবিদ্ধ হন।
২ ঘণ্টা আগেচলতি বছরের ডিসেম্বরে নির্বাচনি তফসিল ঘোষণা হলে বর্তমান সরকার আর কোনো প্রকল্পের উদ্বোধন করতে পারবে না। সে কারণে দ্রুত পিডি নিয়োগ করে নভেম্বরেই কাজ শুরু করতে হবে। সেটি করা না হলে সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। প্রয়োজনে চীন টাকা না দিলেও নিজের টাকা দিয়ে কাজ শুরুর দাবি জানান তারা।
৩ ঘণ্টা আগে