উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)
দেশের সীমানা অতিক্রম করে ভারতে গিয়ে মোবাইলফোনে ছবি তুলতে ব্যস্ত বাংলাদেশি দু’কিশোর। এ সময় হঠাৎ করে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দল তাদের আটক করে নিয়ে যায়।
শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। দু’জনকে ফেরত চাইলে বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করে বিএসএফ।
আটক দু’কিশোর হলো-উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬)।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া আমার দেশকে বলেন, দু’কিশোর শনিবার বিকেলের দিকে একটি মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায়
বেড়াতে যায়। এক সময় মোটরসাইকেল রেখে তারা বাংলাদেশের সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। সেখানে দুজনে মোবাইল ফোনে ছবি তুলছিল। এ সময় বিএসএফের টহল দল দু’কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
তিনি আরও বলেন, দুই কিশোরের স্বজনরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট এলাকায় বিজিবি ক্যাম্পে জানায়। পরে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে দু’কিশোরকে ফেরত দেয়ার
অনুরোধ জানানো হলে শনিবার ২ আগস্ট রাত ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে বিএসএফ দু’কিশোরকে হস্তান্তর করে।
তাদেরকে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে এবং জেল হাজতে পাঠানো হবে।
দেশের সীমানা অতিক্রম করে ভারতে গিয়ে মোবাইলফোনে ছবি তুলতে ব্যস্ত বাংলাদেশি দু’কিশোর। এ সময় হঠাৎ করে সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর জেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহল দল তাদের আটক করে নিয়ে যায়।
শনিবার মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে। স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। দু’জনকে ফেরত চাইলে বিজিবির কাছে তাদেরকে হস্তান্তর করে বিএসএফ।
আটক দু’কিশোর হলো-উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬)।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া আমার দেশকে বলেন, দু’কিশোর শনিবার বিকেলের দিকে একটি মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায়
বেড়াতে যায়। এক সময় মোটরসাইকেল রেখে তারা বাংলাদেশের সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। সেখানে দুজনে মোবাইল ফোনে ছবি তুলছিল। এ সময় বিএসএফের টহল দল দু’কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।
তিনি আরও বলেন, দুই কিশোরের স্বজনরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট এলাকায় বিজিবি ক্যাম্পে জানায়। পরে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে দু’কিশোরকে ফেরত দেয়ার
অনুরোধ জানানো হলে শনিবার ২ আগস্ট রাত ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে বিএসএফ দু’কিশোরকে হস্তান্তর করে।
তাদেরকে কুলাউড়া থানায় সোপর্দ করা হয়েছে এবং জেল হাজতে পাঠানো হবে।
বগুড়ার শেরপুরের পল্লীতে মুক্তা খাতুনের (১৯) নামের এক গৃহবধুর লাশ রেখে স্বামীসহ পরিবারের সবাই বাড়ি থেকে উধাও হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ৮টায় উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে এই ঘটনা ঘটে। মুক্তা লাঙ্গল মোড়া গ্রামের বুলু মিয়ার মেয়ে ও ইয়াসিন আলীর স্ত্রী।
৫ মিনিট আগেরাজধানীর যাত্রাবাড়ীতে ৬ হাজার ইয়াবা বড়িসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। কক্সবাজার থেকে ইয়াবা এনে ঢাকায় বিক্রির কথা পুলিশের কাছে স্বীকার করেছেন তারা।
৮ মিনিট আগেটঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকাবস্থায় হারুন অর রশিদকে গত ১৮ অক্টোবর (শনিবার) গভর্নিং বডির মাসিক সভা ডাকার নির্দেশ দেওয়া হলে তিনি রহস্যজনক কারণে সভা ডাকেননি। এছাড়াও ১৯ অক্টোবর (রোববার) ফের স্কুলে মিটিং ডাকার জন্য বলা হলে মিটিং ডাকবেন বলে জানান
১৫ মিনিট আগেইলিশ মাছ বিতরণের রেশ কাটতে না কাটতেই এবার গরুর মাংস বিতরণের ঘোষণা দিয়েছেন ফরিদপুর- ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মাওলানা রায়হান জামিল। আগামী ৩০ অক্টোবর ১ টাকা কেজিতে ভাঙ্গা উপজেলার ১০০ অসহায় হতদরিদ্র পরিবারের মধ্যে তিনি মাংস বিতরণের এ ঘোষণা দিয়েছেন।
২৯ মিনিট আগে