আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক

সিলেট ব্যুরো

সিলেট সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল আটক
ছবি: আমার দেশ।

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১৭ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ৭ ও ৮ জানুয়ারি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীন বাংলাবাজার, দমদমিয়া, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর, কালাসাদেক ও পান্থুমাই বিওপি সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ১৭ লাখ ৮ হাজার ৭০০ টাকা।

বিজ্ঞাপন

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর পক্ষ থেকে জানানো হয়, ‘সীমান্তে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে।’

আটককৃত মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

amardesh_BGB_cow

অভিযানকালে ভারত থেকে অবৈধভাবে প্রবেশকৃত বিপুল পরিমাণ সানগ্লাস, কমলা, মহিষ, শাড়ী, গরু, জিরা, চিনি, চকলেট, শীতবস্ত্র (কম্বল), কসমেটিকস সামগ্রী, চা-পাতা ও মদ জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারের সময় বাংলাদেশী লেডিস সোয়েটার, টি-শার্ট, রসুন, শিং মাছ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং অবৈধ পাথর পরিবহনে ব্যবহৃত একটি ডিআই পিকআপ আটক করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন