রায়হান হত্যা মামলা

সব আসামি জামিন পাওয়ায় ন্যায়বিচার নিয়ে মায়ের উদ্বেগ

সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২০: ০৩

সিলেটের বহুল আলোচিত রায়হান আহমদ হত্যা মামলার প্রধান আসামিসহ ৫ আসামি জামিনে মুক্তি পাওয়ায় ন্যায় বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রায়হানের মা সালমা বেগম। প্রভাবশালী আসামিরা মুক্তি পাওয়ায় তিনি, তাঁর পরিবার ও মামলার সাক্ষীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

বুধবার (১৩ আগস্ট) সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সালমা বেগম এই অভিযোগ করে বলেন, বিচার প্রক্রিয়া প্রভাবিত হওয়ার আশঙ্কা করছেন তিনি। তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা, প্রধান বিচারপতি ও রাষ্ট্রের এটর্নি জেনারেলের সুদৃষ্টি কামনা করেছেন।

বিজ্ঞাপন

সালমা বেগম জানান, রাষ্ট্রপক্ষ এসআই আকবরের জামিনের বিরুদ্ধে পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করে আকবরকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু বুধবার জাতীয় একটি দৈনিকে প্রকাশিত খবরে জানা যায়, জামিনের পর আকবর ভারতে পালিয়ে গেছেন।

এ পরিস্থিতিতে দ্রুত বিচার কার্য সম্পন্ন করে খুনিদের মৃত্যুদণ্ড এবং পলাতক আসামিকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে অংশগ্রহণের জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান রায়হানের মা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি আমির হোসেন, সালিস ব্যক্তিত্ব সানা উল্লাহ সানা, দুর্নীতি মুক্তকরণ ফোরামের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক সজিবুর রহমান রুবেল, এনসিপির যুগ্ম সমন্বয়কারী তারেক আহমদ বিলাস, সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিক ও এন্টি করাপশন সোসাইটির সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ লিটন।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত