সিলেটে ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপিত

সিলেট ব্যুরো
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১: ২০

সিলেটে একটি বেসরকারি বিশ্ববদ্যিালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে (৬ সেপ্টেম্বর) বেসরকারি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর উদ্যোগে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনীর উপর আলোচনা সভা, দোয়া মাহফিল ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক প্রকৌশলী ড. মোহাম্মদ ইকবাল। এতে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ মুতিউর রহমান।

সভায় আরো উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের আহ্বায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, ট্রাস্টি বোর্ডের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূর জাহান কাকলি, বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ, বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ শামসুল কবির, ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জাহিদুল ইসলামের উপস্থাপনায় সভার প্রারম্ভে কোরআন তেলাওয়াত করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ। মুখ্য আলোচক মোহাম্মদ মুতিউর রহমান তার বক্তব্যে মহানবী হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনের নানান দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী তার বক্তব্যে সুশাসনে ইসলামের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন।

সভাপতির বক্তব্যে ভিসি ড. ইকবাল দৈনন্দিন জীবনে নবী করিম হযরত মুহাম্মাদ (সা.) এর জীবনাদর্শ মেনে চলার সুবিধা সম্পর্কে আলোচনা করেন।

সর্বশেষে মোহাম্মদ মুতিউর রহমান দোয়া পরিচালনা করেন। দোয়ায় অতি সম্প্রতি ইন্তেকাল করা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আফজল মিয়া, ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এম. এনায়েত উল্লাহ ও ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এসকে. নিজাম জাহিদ হোসেনের আত্মার মাগফেরাত কামনা করা হয়। দোয়ায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ২০২৪ সালের গণআন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের জন্য দোয়া করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত