জামায়াতের ভোট চাইলেন আওয়ামী লীগ নেতা

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ১৮: ৪৭

সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর নির্বাচনী সভায় ভোট চেয়ে বক্তব্য দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা। এ সময় সিলেট- ৪ আসেনর জামায়াতের এমপি প্রার্থী ও সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, জামায়াতে ইসলামী থেকে এমপি প্রার্থী জয়নাল আবেদিন উত্তর রনিখাই ইউনিয়নের বতুমারা গ্রামে নির্বাচনি সভা করেন। সভায় জামায়াতের পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন উত্তর রনিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কালা মিয়া।

সভায় আরো উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সভাপতি মাও. ফয়জুর রহমান।

এ বিষয়ে আওয়ামী লীগ নেতা কালা মিয়া বলেন, বিএনপির লোকজন আমার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। থানায় লিখিত অভিযোগ করেও কোনো বিচার পাচ্ছি না। আমার মামলা রেকর্ড করেননি ওসি। জামায়াতের লোকজনের এমন কোনো আচরণ কখনো করেননি। তাদের নীতি ভালো তাই তাদের পক্ষে ভোট চেয়েছি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত