আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

সিলেট ব্যুরো

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই মোটরসাইকেল আরোহী

সিলেট নগরীর তালতলায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। তারা একে অপরের মামাতো এবং ফুফাতো ভাই। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত দুজন হলেন, সিলেট নগরের মির্জাজাঙাল এলাকার বাসিন্দা ইমন দাস এবং সিলেট নগরের জিন্দাবাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ দাসের ছেলে দীপ্ত দাস। দীপ্ত দাস একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তালতলা শাখা জানায়, রাত আনুমানিক দেড়টার দিকে ওই মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় আনুমানিক ২২ থেকে ২৩ বছর বয়সী দুই তরুণ ঘটনাস্থলেই গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে আজ রোববার দুপুরে কোতোয়ালী থানার এসআই খোরশেদ আলম জানান, লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সাথে আলোচনার পর ময়নাতদন্তের সিদ্ধান্ত নেয়া হবে। তবে ঠিক কি কারণে, কিভাবে সংঘর্ষ হয়েছে তা তিনি জানাতে পারেননি।

অপরদিকে, ওসমানী হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য এসআই আলাউদ্দিন জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা তাদেরকে হাসপাতালে নিয়ে এসেছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারিনি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ থেকে তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন