জকিগঞ্জে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

উপজেলা প্রতিনিধি, জকিগঞ্জ (সিলেট)
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৫, ১৫: ০৫
আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৫: ৫৫

সিলেটের জকিগঞ্জ উপজেলার চক, বুরহানপুর, কোনাগ্রাম ও নয়াগ্রামের সংযোগ সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় শাহ মো. ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় এ কাজের সূচনা হয়।

দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তাটির কারণে গ্রামের মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিল। অবশেষে ট্রাস্টের উদ্যোগে সংস্কার কাজ শুরু হওয়ায় এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার এখলাছুর রহমান, বিশিষ্ট মুরব্বি শওকত মিয়া, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহাব উদ্দিন, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মিফতাউল হক, তালুকদার কামরুজ্জামান কয়ছর, সুহেল আহমদ, ট্রাস্টের সচিব ডা. সাদিক আহমদ তাপাদার, প্রিন্সিপাল সাইফুর রহমান, মোমিন আহমদ, তানভীর আহমদ ও সুলেমান আহমদ।

এছাড়াও শ্রমিকদের মধ্যে উপস্থিত ছিলেন আবু বক্কর ও বিলাল আহমদ।

গ্রামবাসীর পক্ষ থেকে শাহ মো. ফয়সল চৌধুরী কল্যাণ ট্রাস্টকে তাদের এই মহতী উদ্যোগের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত