ওসমানীনগরে সিরিজ চুরি, এলাকায় আতঙ্ক

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১২: ২৫

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের সীমান্তবর্তী খন্দকার বাজার এলাকায় প্রতিনিয়ত সিরিজ চুরির ঘটনা ঘটছে। মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, লাইব্রেরি, বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক চুরি হলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।

বিজ্ঞাপন

স্থানীয় ভুক্তভোগীরা জানান, গত বছরের শেষ থেকে খন্দকার বাজারে চুরি বৃদ্ধি পেতে থাকে। সর্বশেষ চুরির ঘটনা ঘটে ১০ আগস্ট হুসননমকী মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসায়। চোরেরা আলমারি ভেঙে নগদ ৩৬ হাজার টাকা, রোলেক্স ঘড়ি, স্পিকার, রাউটারসহ প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এছাড়া ফ্রিজে রাখা এতিম শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ৫০–৬০ কেজি গোশতও নিয়ে গেছে। একই রাতে হুসননমকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির চেষ্টা হয়।

এর আগে খন্দকার বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় চিকিৎসক ডা. সুকুমার সরকারের বাসায় প্রবেশ করে চোরেরা চার ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৭০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করেছে। গত ৮ এপ্রিল হুসননমকী জামে মসজিদ থেকে মাইক মেশিন ও বৈদ্যুতিক তারসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়।

১৮ মে খন্দকার বাজারের আবরার মেডিসিন সেন্টার থেকে নগদ প্রায় তিন লাখ টাকা চুরি হয়। একই রাতে সেবা হেলথ সেন্টার থেকেও কয়েক লাখ টাকার ওষুধ চুরি হয়। ২৮ মে হুসননমকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশব্লকের তালা ভেঙে পানির টেপসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি হয়।

১৩ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে চুনারপাড়া দক্ষিণ মসজিদের ইমামের কক্ষে চুরি হয়। ইমামের দুটি মোবাইল ফোনসহ ব্যক্তিগত জিনিসপত্র হাতিয়ে নেয় চোরেরা। এছাড়া খন্দকার বাজারস্থ জননী লাইব্রেরিতেও চুরি সংঘটিত হয়। অব্যাহত চুরির ঘটনায় স্থানীয়রা একজন সন্দেহভাজনকে আটক করে পুলিশে দিলেও মামলায় কোনো বাদী না হওয়ার অজুহাতে ছেড়ে দেয় পুলিশ, এমনটাই জানান ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোনায়েম মিয়া। তিনি জানান, এলাকায় পুলিশি টহল অব্যাহত রয়েছে। অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

অন্যদিকে হুসননমকী মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রশীদ আহমদ জানান, প্রতিটি চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

এদিকে স্থানীয়রা মনে করছেন, শুধু পুলিশের লোক দেখানো টহল যথেষ্ট নয়। চুরি রোধে সিসি ক্যামেরা পুনরুদ্ধার, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কঠোর পদক্ষেপও জরুরি।

মাওলানা মুহিবুল্লাহ মাদানি নিখোঁজ, সন্দেহের তীর ইসকনের দিকে

সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদারের মৃত্যুতে লন্ডন বাংলা প্রেস ক্লাবের শোক

রাবাদার রেকর্ডে স্বস্তিতে প্রোটিয়ারা

যুক্তরাষ্ট্রের রাস্তায় ট্রাম্প-বিরোধী বিক্ষোভ নিয়ে খামেনির উপহাস

হোয়াইট হাউসে বলরুম নিয়ে রহস্য, নির্মাণে টাকা দিচ্ছে কারা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত