জমিয়ত নেতা হত্যা মামলার আসামির ৩ দিনের রিমান্ড

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ৫৭

জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় জমিয়তের অপরাংশের নেতা এম আব্দুল হাফিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে দিরাই আমল গ্রহণকারী আদালতে পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক এফ এম সাফায়েত সালাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. মাসুক আলম ও অ্যাড. শেরেনুর আলী বলেন, জমিয়ত নেতা হত্যাকাণ্ডের ঘটনা রহস্যজনক। এ খুনের পেছনের রহস্য খুঁজতে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রিমান্ডের মধ্যে দিয়ে খুনের আসল রহস্য বের হওয়ার আশা করছি।

রোববার রাতে দিরাই থানায় আব্দুল হাফিজের নাম উল্লেখ করে নিহতের স্ত্রী রুবি বেগম বাদি হয়ে হত্যা একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর গত সোমবার পুলিশ সিলেট থেকে জমিয়তের অপর অংশের নেতা আব্দুল হাফিজকে গ্রেপ্তার করে পুলিশ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত