ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর সুনামগঞ্জ সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্তজুড়ে নেওয়া হয়েছে তাৎক্ষণিক ও বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সীমান্ত এলাকার সব বিওপিতে অতিরিক্ত বিশেষ টহল মোতায়েন করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রতিদিন নির্ধারিত টহলের বাইরে উল্লেখযোগ্যসংখ্যক বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়।
এছাড়া যেসব এলাকা দিয়ে সম্ভাব্য ক্রসিং ও রিক্রসিংয়ের ঝুঁকি রয়েছে, সেসব গুরুত্বপূর্ণ পয়েন্টে বিশেষ চেকপোস্ট স্থাপন করে নিবিড় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। স্থানীয় জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে এসব কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা দেশের সার্বভৌমত্ব রক্ষা ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় আমরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি। ভবিষ্যতেও এ ধরনের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় যেকোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

