দোয়ারাবাজারে প্রিন্সিপালকে স্থায়ী বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১৬: ০৫

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বরইউড়ি দারুসুন্নাৎ বহুমুখী আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা সৈয়দ হোসেন কবিরকে স্থায়ীভাবে বহিস্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে মাদরাসা মিলনায়তনে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকাবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, অধ্যক্ষ সৈয়দ হোসেন কবিরের বিরুদ্ধে আনিত সকল অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ইতোমধ্যে তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। কিন্তু এরপরও একটি কুচক্রী মহলের সহযোগিতায় বহিষ্কৃত প্রিন্সিপালকে পুনর্বহালের পাঁয়তারা করা হচ্ছে। আমরা শিক্ষার্থী ও এলাকাবাসী স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই দূর্নীতি প্রমাণিত হওয়ার পরেও পুনর্বহালের অপচেষ্টা কঠোর ভাবে প্রতিহত করা হবে। এই প্রতিষ্ঠানে তাকে কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। প্রয়োজনে সর্বস্তরের এলাকাবাসীকে সাথে নিয়ে দুর্বার গণআন্দোলনের ডাক দেওয়া হবে।

বিজ্ঞাপন

এ সময় সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন বড়ইউরি বহুমুখী আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য আছির উদ্দিন, শামসুল হুদা, ডা. সুরুজ আলম, প্রাক্তন শিক্ষার্থী রফিকুল ইসলাম, আজহারুল ইসলাম রতন, হাবিবুল্লাহ, ডা. তাজুল ইসলাম, সফিকুল ইসলাম, শিক্ষার্থী মানিক মিয়া, মিজানুর রহমান, নাদির হোসেন, সাইফ আহমদ, সোলায়মান আহমদ, হোসাইন আহমদ, ইউসুফ আল আজাদ, হাফিজ সাখাওয়াত হোসেন, মোবারক হোসেন, মুসলিম উদ্দিন প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত