নিলাদ্রী লেক
উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)
তাহিরপুরে রাহাবান নামে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটি পুড়ে সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। হাউজবোটে থাকা ১২ পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে পর্যটন স্পট নিলাদ্রী লেক সংলগ্ন পুটিয়া গ্রামের সামনে নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
হাউজবোটের স্টাফ মো. ইব্রাহিম খলিল জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২ জন পর্যটক নিয়ে হাউজবোটে করে প্রথমে তারা টাঙ্গুয়া হাওর ওয়াচ টাওয়ারে আসেন। তারপর সেখান থেকে বিকালে নিলাদ্রী লেকে এসে পুটিয়া গ্রামের সামনে নদীতে হাউজবোট নোঙ্গর করেন।
সে সময় পর্যটকরা যার যার কেবিনের ভিতরে ছিলেন। তখন হাউজবোটে জেনারেটর চালানো ছিল। এ অবস্থায় কেবিনের একজন তার মোবাইল ফোনের চার্জার মাল্টি প্লাগে লাগানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।
প্রথমে নৌকার স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভানোর জন্য, কিন্তু তারা পারছিলেন না; আগুন বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। সে সময় পর্যটকদের চিৎকারে পার্শ্ববর্তী লেদার বন্দ গ্রামের লোকজন ছোট নৌকা নিয়ে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, 'আগুন লেগে হাউজবোটটি পুড়ে গেছে। তবে পর্যটকদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।'
তাহিরপুরে রাহাবান নামে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটি পুড়ে সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। হাউজবোটে থাকা ১২ পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে পর্যটন স্পট নিলাদ্রী লেক সংলগ্ন পুটিয়া গ্রামের সামনে নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
হাউজবোটের স্টাফ মো. ইব্রাহিম খলিল জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২ জন পর্যটক নিয়ে হাউজবোটে করে প্রথমে তারা টাঙ্গুয়া হাওর ওয়াচ টাওয়ারে আসেন। তারপর সেখান থেকে বিকালে নিলাদ্রী লেকে এসে পুটিয়া গ্রামের সামনে নদীতে হাউজবোট নোঙ্গর করেন।
সে সময় পর্যটকরা যার যার কেবিনের ভিতরে ছিলেন। তখন হাউজবোটে জেনারেটর চালানো ছিল। এ অবস্থায় কেবিনের একজন তার মোবাইল ফোনের চার্জার মাল্টি প্লাগে লাগানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।
প্রথমে নৌকার স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভানোর জন্য, কিন্তু তারা পারছিলেন না; আগুন বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। সে সময় পর্যটকদের চিৎকারে পার্শ্ববর্তী লেদার বন্দ গ্রামের লোকজন ছোট নৌকা নিয়ে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, 'আগুন লেগে হাউজবোটটি পুড়ে গেছে। তবে পর্যটকদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।'
ময়মনসিংহের গৌরীপুরে জহিরুল ইসলাম মিঠু হত্যা মামলায় পলাতক দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগেপরিবারের পক্ষ থেকে জানা গেছে, ১১ বছর বয়সে ১৯৩৫ সালে শামসুদ্দিন ব্রিটিশ-ইন্ডিয়ান আর্মিতে যোগ দিয়েছিলেন। তার সৈনিক নম্বর ছিল ৬৪১৪৬০। ১৯৩৯ থেকে শুরু করে ১৯৪৫ সাল পর্যন্ত পুরো ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ময়দানে ছিলেন এ যোদ্ধা।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের হাটহাজারী থানার ভেতরে পুলিশের ওপর চড়াও হয়েছেন ইসলামী ছাত্রশিবিরের এক সাবেক নেতা। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। আটক মো. রায়হান হাটহাজারি কলেজ শিবিরের সাবেক সভাপতি।
১ ঘণ্টা আগেসাগরে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ইলিশ মাছ ধরতে আসে তা জানার পরই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য এবং ইতোমধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে।
২ ঘণ্টা আগে