নিলাদ্রী লেক

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

তাহিরপুরে রাহাবান নামে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটি পুড়ে সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। হাউজবোটে থাকা ১২ পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে পর্যটন স্পট নিলাদ্রী লেক সংলগ্ন পুটিয়া গ্রামের সামনে নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
হাউজবোটের স্টাফ মো. ইব্রাহিম খলিল জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২ জন পর্যটক নিয়ে হাউজবোটে করে প্রথমে তারা টাঙ্গুয়া হাওর ওয়াচ টাওয়ারে আসেন। তারপর সেখান থেকে বিকালে নিলাদ্রী লেকে এসে পুটিয়া গ্রামের সামনে নদীতে হাউজবোট নোঙ্গর করেন।
সে সময় পর্যটকরা যার যার কেবিনের ভিতরে ছিলেন। তখন হাউজবোটে জেনারেটর চালানো ছিল। এ অবস্থায় কেবিনের একজন তার মোবাইল ফোনের চার্জার মাল্টি প্লাগে লাগানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।
প্রথমে নৌকার স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভানোর জন্য, কিন্তু তারা পারছিলেন না; আগুন বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। সে সময় পর্যটকদের চিৎকারে পার্শ্ববর্তী লেদার বন্দ গ্রামের লোকজন ছোট নৌকা নিয়ে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, 'আগুন লেগে হাউজবোটটি পুড়ে গেছে। তবে পর্যটকদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।'

তাহিরপুরে রাহাবান নামে পর্যটকবাহী হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হাউজবোটটি পুড়ে সম্পূর্ণরূপে ভস্মিভূত হয়েছে। হাউজবোটে থাকা ১২ পর্যটক অল্পের জন্যে রক্ষা পেয়েছেন। শুক্রবার রাত ৯ টার দিকে পর্যটন স্পট নিলাদ্রী লেক সংলগ্ন পুটিয়া গ্রামের সামনে নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
হাউজবোটের স্টাফ মো. ইব্রাহিম খলিল জানান, শুক্রবার দুপুরে তাহিরপুর সদর ঘাট থেকে ১২ জন পর্যটক নিয়ে হাউজবোটে করে প্রথমে তারা টাঙ্গুয়া হাওর ওয়াচ টাওয়ারে আসেন। তারপর সেখান থেকে বিকালে নিলাদ্রী লেকে এসে পুটিয়া গ্রামের সামনে নদীতে হাউজবোট নোঙ্গর করেন।
সে সময় পর্যটকরা যার যার কেবিনের ভিতরে ছিলেন। তখন হাউজবোটে জেনারেটর চালানো ছিল। এ অবস্থায় কেবিনের একজন তার মোবাইল ফোনের চার্জার মাল্টি প্লাগে লাগানো মাত্রই দাউ দাউ করে আগুন জ্বলে উঠে।
প্রথমে নৌকার স্টাফরা চেষ্টা করছিলেন আগুন নেভানোর জন্য, কিন্তু তারা পারছিলেন না; আগুন বাতাসের মধ্যে তীব্র হয়ে উঠে। সে সময় পর্যটকদের চিৎকারে পার্শ্ববর্তী লেদার বন্দ গ্রামের লোকজন ছোট নৌকা নিয়ে গিয়ে নৌকার মাঝি ও পর্যটকদের উদ্ধার করেন।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, 'আগুন লেগে হাউজবোটটি পুড়ে গেছে। তবে পর্যটকদের হতাহতের কোনো ঘটনা ঘটেনি।'

গোপালপুরে শতবর্ষ ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে শশীমুখী উচ্চবিদ্যালয়। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের ঐতিহ্যবাহী রাজবাড়ীর হেমনগর এলাকায় অবস্থিত এই বিদ্যালয় এখন মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে সুনাম কুড়িয়েছে। ১৯০০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি এখনো গোপালপুরে শিক্ষার অন্যতম আলোকবর্তিকা হিসেবে পর
৪ মিনিট আগে
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে আশ্রয়ণ প্রকল্পের ঘর ফাঁকা পড়ে থাকার বিষয়টি অবগত হয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭ মিনিট আগে
চলতি বছর হলিধানি এলাকায় পরীক্ষামূলকভাবে মালচিং পদ্ধতিতে গ্রীষ্মকালীন জাতের তরমুজ চাষ শুরু হয়েছে। মাচা পদ্ধতিতে ঝুলন্ত তরমুজের বাম্পার ফলন হয়েছে । এই পদ্ধতিতে তরমুজের ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসির ঝিলিক।
১৫ মিনিট আগে
গ্যাস-বিদ্যুৎ সংযোগ না থাকায় নরসিংদীর শিবপুর বিসিকে তিন বছরেও গড়ে ওঠেনি শিল্প-কারখানা। এছাড়াও রক্ষণাবেক্ষণের অভাবে সৈয়দনগরে গড়ে তোলা ‘নরসিংদীর সম্প্রসারণকৃত বিসিক’ এখন অপরাধ ও অসামাজিক কার্যকলাপের স্থানে পরিণত হয়েছে। গেটে নেই কোনো পাহারাদার। গড়ে ওঠেনি কোনো শিল্প-কারখানা।
১৮ মিনিট আগে