হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জংশন এলাকায় ট্রেনের টিকিটসহ তিন কালোবাজারিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাত ১০টায় বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব হোম দাস ভোক্তা অধিকার আইন ৯ এর ৪০ ধারায় এ কারাদণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণবড়চর গ্রামের সোহেল মিয়া ( ৪০), দাউদনগর গ্রামের এনাম মিয়া ( ৩৫) ও নুরপুর গ্রামের জলিল মিয়া ( ৪৭)
এর আগে রাত ৯টায় র্যাব-৯ এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যা অভিযান চালিয়ে স্টেশন রোডে দিদার মার্কেট থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের মোবাইল তল্লাশি করে বিভিন্ন ট্রেনের অগ্রিম টিকেট পাওয়া যায়।

