আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাতকে ১২৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকে ১২৮ বোতল ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার
ভারতীয় মদসহ যুবক গ্রেপ্তার

সুনামগঞ্জের ছাতক নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১২৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে একটি ইঞ্জিনচালিত নৌকা ও কিশোরগঞ্জের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর ২০২৫) দুপুর ১২টা ১৫ মিনিটে কোম্পানীগঞ্জ থানার শিলাকুড়ি গ্রাম-সংলগ্ন কাটাগাং নদীর দক্ষিণ তীরে এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

নৌ পুলিশ জানায়, নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কিশোরগঞ্জ জেলার ইটনা থানার নুরপুর (প্রকাশ কাদিরপুর) গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে শামিম মিয়া (২২)কে আটক করা হয়।

তল্লাশিতে নৌকার পাটাতনের নিচ থেকে উদ্ধার করা হয় ৪৮ বোতল এসি ব্ল্যাক, ৩৯ বোতল ম্যাকডোনাল ও ৪১ বোতল অফিসার’স চয়েসসহ মোট ১২৮ বোতল ভারতীয় মদ। পুলিশের হিসাব অনুযায়ী এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৭ হাজার ৫৫০ টাকা।

অভিযান সম্পর্কে ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি.) মো. আনোয়ার হোসেন বলেন, মাদক-বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত মদ ও আটক যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন