অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১৭: ১৩
আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১২: ২৪

হবিগঞ্জের মাধবপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক চালক মারা গেছেন। সোমবার রাতে উপজেলার বহরা ইউনিয়নের আফজলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হারুনুর রশিদ তুষার (২২) ওই গ্রামের আবু তাহেরের ছেলে।

মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, রাত সাড়ে ১১টার নিজের ব্যাটারিচালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালক হারুনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত