সিলেটে একদিনের সফরে এসে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার বিকেলে ঢাকা থেকে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সেখান থেকে এসে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন। এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপির দলীয় সূত্র জানা যায়, এদিন সন্ধ্যা ৬টার দিকে সিলেটের উইন্ডসর হোটেল অ্যান্ড রিসোর্টে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেবেন মির্জা ফখরুল। পরে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।
জাতীয় নির্বাচন সামনে রেখে দলের দ্বিতীয় সর্বোচ্চ এ নেতার সফরকে ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা যায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

