মব সৃষ্টির প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সিলেট ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২১: ৩৫

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মব সৃষ্টির প্রতিবাদে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার মিছিলটি নগরীর চৌহাট্টা শহীদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দরবাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এর আগে, মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ বিনষ্ট এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচির ডাক দেয় সংগঠনটি।

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি ডা. জাহিদুল কবির বলেন, যারা বিএনপি ও দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু।

মিটফোর্ডে ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক দল দেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। এ চক্রান্ত ও ষড়যন্ত্র নতুন নয়। যখনই বাংলাদেশের মানুষ উঠে দাঁড়াতে চেয়েছে, মাথা উঁচু করে দাঁড়াতে চেয়েছে, ঠিক সে সময়ই ষড়যন্ত্রকারীরা দেশকে আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরীর (ভিপি মাহবুব) সভাপতিত্বে ও সদস্য সচিব আফছর খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আন্তর্জাতিক সম্পাদক নাসির আহমদ শাহিন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, যুগ্ম আহ্বায়ক আবু সালেহ মো. তাহের, আব্দুল হাসিম জাকারিয়া প্রমুখ।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত