আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নবীগঞ্জে বসতঘর থেকে মদ উদ্ধার, বাবা আটক ছেলে পলাতক

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

নবীগঞ্জে বসতঘর থেকে মদ উদ্ধার, বাবা আটক ছেলে পলাতক

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে একটি বসতঘর থেকে ৩৩ বোতল বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২১ জুন) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিদর্শক মো. রবিউল্লার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সহকারী উপ-পরিদর্শক মো. সায়েম মিয়া, মো. সাদ্দাম হোসেন, তাপস চন্দ্র সেন, মো. রনি ও হিরনায় শর্মাসহ একটি রেইডিং টিম অংশ নেয়।

অভিযানকালে নিবারন দত্ত ওরফে রানু দত্তকে আটক করা হয়। পরে ঘরে থাকা একটি নেভি ব্লু রঙের ট্রাভেল ব্যাগ এবং একটি ট্রাংক তল্লাশি করে ‘গ্লেন ফিডিচ স্কচ হুইস্কি’র ২৫ বোতল (প্রতি বোতল ৩৭৫ মি.লি) এবং ‘রেড লেবেল স্কচ হুইস্কি’র ৮ বোতল উদ্ধার করা হয়। জব্দকৃত মদের পরিমাণ প্রায় ১২.৩৭৫ লিটার। এসব মদের বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা।

জিজ্ঞাসাবাদে নিবারন দত্ত জানান, তার ছেলে নিপুল দত্ত এই মদগুলো বিক্রির উদ্দেশ্যে ঘরে মজুত করে রাখেন। তিনি নিজে এ কাজে তাকে সহযোগিতা করছিলেন।

নিবারন দত্তকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন