পাথর চুরির মামলায় কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১১: ২২
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৩: ০২

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে বালু পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। গত বছরের ৫ আগষ্টের পর সাদা পাথর লুটপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে সময় সেনাবাহিনীর সদস্যরা তার নৌকা আটক করে তাকে সতর্ক করে ছিলেন এরপর থেকে তখন আর তিনি কোন নৌকায় আর সাদা পাথর পাঠাননি।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র জানান, আলমগীর হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। তাকে ডিবি আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত