আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দুইদিনে ৫ ব্যাংক থেকে ১০৭ কোটি টাকা উত্তোলন: গভর্নর

অর্থনৈতিক রিপোর্টার

দুইদিনে ৫ ব্যাংক থেকে ১০৭ কোটি টাকা উত্তোলন: গভর্নর

সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামি ব্যাংক থেকে গ্রাহকরা গত দুইদিনে ১০৭ কোটি ৭৭ লাখ টাকার আমানত উত্তোলন করেছে। এ সময় নতুন আমানত জমা হয়েছে ৪৪ কোটি টাকা।

বিজ্ঞাপন

সোমবার বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, স্কিম ঘোষণার পর যে শঙ্কা ছিল সেটা সুন্দরভাবে সামলাতে পেরেছি। কারণ যেভাবে টাকা উত্তোলনের আশঙ্কা করেছি সেটি হয়নি।

গত দুইদিনে ১৩ হাজার ৩১৪ টি লেনদেন হয়েছে। এ লেনদেনের মাধ্যমে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। সবচেয়ে বেশি এক্সিম ব্যাংক থেকে ৬৬ কোটি টাকা। তবে এ সময় ৪৪ কোটি টাকার নতুন আমানত এসেছে।

গভর্নর বলেন, আমানতকারীদের কোনো ভয় নেই। তাদের সব আমানত এখানে নিরাপদ থাকবে। যারা নতুন আমানত রাখবে তাঁরা যেকোনো সময় তুলে নিতে পারবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন