বিএসইসির কমিশনার পদে যোগ দিলেন সাইফুদ্দিন

অর্থনৈতিক রিপোর্টার
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ১৭: ৪৬

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার হিসেবে মো. সাইফুদ্দিন যোগদান করেছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার তিনি কমিশনার হিসাবে যোগ দিয়েছেন বলে বিএসইসির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গত ২৯ জুলাই এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইফুদ্দিনেকে চার বছরের জন্য বিএসইসির কমিশনার হিসাবে নিয়োগ দেয় সরকার।

এদিকে কমিশন সভা কক্ষে কমিশনের চেয়ারম্যান-কমিশনারবৃন্দ ও বিএসইসির শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিতিতে নতুন কমিশনার মো. সাইফুদ্দিনকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। এসময় তিনি নতুন কমিশনারের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা বিএসইসি ও পুঁজিবাজারের জন্য ভালো ফলাফল বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

কমিশনার মো. সাইফুদ্দিন দেশের পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের কল্যাণের স্বার্থে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বিএসইসির কার্যক্রমকে বিনিয়োগকারীসহ অন্যান্য অংশীজনের কাছে ইতিবাচকভাবে উপস্থাপনের উপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, মো. সাইফুদ্দিন দেশের অন্যতম শীর্ষ ব্রোকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০১ সালে আইডিএলসি ফাইন্যান্সে কর্মজীবন শুরু করেন। তিনি ২০০৯ সাল থেকে আইডিএলসি ফাইন্যান্সের সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও তিনি ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত