স্টাফ রিপোর্টার
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিআইএইচএ/ বিহা), দেশের আতিথেয়তা শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধি সংস্থা আজ গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫–এর সমাপনী ম্যাচ ও ট্রফি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের মহাসমাপ্তি ঘোষণা করেছে।
ওরিক্স–এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টটি ১৪ দিনব্যাপী উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে ৮ মে, ২০২৫ থেকে শুরু হয়, যা ২৭ এপ্রিল শেরাটন ঢাকায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।
চূড়ান্ত ম্যাচে দ্য ওয়েস্টিন ঢাকা রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় শেরাটন ঢাকা–কে পরাজিত করে বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫–এর গৌরবময় শিরোপা ছিনিয়ে নেয়।
এ বছরের লিগে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ২০টি প্রখ্যাত হোটেল অংশগ্রহণ করেছে, যা আতিথেয়তা পেশাজীবীদের কাজের গণ্ডির বাইরে খেলাধুলা ও দলগত চেতনার মাধ্যমে একত্রিত হওয়ার এক অসাধারণ প্ল্যাটফর্ম তৈরি করেছে।
অংশগ্রহণকারী হোটেলগুলো হলো:
আমারি ঢাকা, অ্যাসকট প্যালেস ঢাকা, বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হানসা – এ প্রিমিয়াম রেসিডেন্স, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার (আইএইচজি), হোটেল ওমনি রেসিডেন্সি ঢাকা, হোটেল সারিনা ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, লেকশোর বনানী, লে মেরিডিয়ান ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, সৈয়দমান বিচ রিসোর্ট লিমিটেড, শেরাটন ঢাকা, সিক্স সিজনস হোটেল, দি পেনিনসুলা চট্টগ্রাম পিএলসি, দি রেইন্ট্রি ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকা।
ওরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫, পাওয়ার্ড বাই লিলি, সম্ভব হয়েছে অসংখ্য সহযোগী ও পৃষ্ঠপোষকের সমর্থনে: নূর আলী ফ্যামিলি ট্রাস্ট (অ্যাসোসিয়েট স্পনসর), যমুনা টেলিভিশন (মিডিয়া পার্টনার), সাইলেন্ট স্পোর্টস (ব্রডকাস্টিং পার্টনার), এমভি ট্রেডার্স (অফিশিয়াল জার্সি পার্টনার), হানসা ম্যানেজমেন্ট লিমিটেড ও অ্যাট ইওর সার্ভিসেস লিমিটেড (লজিস্টিক পার্টনার) এবং সানবিট, টাইলক্স, অ্যাকনল, হারলান, ডাইভার্সি, ইউএস-বাংলা, নূর ট্রেড হাউস, কোয়ালিটি আগ্রো, প্রাণ আগ্রো, বেঙ্গল মিট ও তাজ এন্টারপ্রাইজ–এর সহযোগিতায়।
বিহা এই বছরের লিগের সফলতা অর্জনে অংশগ্রহণকারী দল, স্পনসর, পার্টনার এবং সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। ভবিষ্যতের ঘোষণা ও উদ্যোগগুলোর জন্য সবাইকে নজর রাখার আমন্ত্রণ জানাচ্ছে, যা বাংলাদেশের আতিথেয়তা শিল্পে আরও বন্ধুত্ব, উৎকর্ষতা এবং খেলাধুলার চেতনা গড়ে তুলবে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিআইএইচএ/ বিহা), দেশের আতিথেয়তা শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধি সংস্থা আজ গুলশান ইয়ুথ ক্লাব মাঠে অনুষ্ঠিত বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫–এর সমাপনী ম্যাচ ও ট্রফি প্রদান অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের মহাসমাপ্তি ঘোষণা করেছে।
ওরিক্স–এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টটি ১৪ দিনব্যাপী উত্তেজনাপূর্ণ ম্যাচের মধ্য দিয়ে ৮ মে, ২০২৫ থেকে শুরু হয়, যা ২৭ এপ্রিল শেরাটন ঢাকায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।
চূড়ান্ত ম্যাচে দ্য ওয়েস্টিন ঢাকা রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় শেরাটন ঢাকা–কে পরাজিত করে বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫–এর গৌরবময় শিরোপা ছিনিয়ে নেয়।
এ বছরের লিগে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ২০টি প্রখ্যাত হোটেল অংশগ্রহণ করেছে, যা আতিথেয়তা পেশাজীবীদের কাজের গণ্ডির বাইরে খেলাধুলা ও দলগত চেতনার মাধ্যমে একত্রিত হওয়ার এক অসাধারণ প্ল্যাটফর্ম তৈরি করেছে।
অংশগ্রহণকারী হোটেলগুলো হলো:
আমারি ঢাকা, অ্যাসকট প্যালেস ঢাকা, বেস্ট ওয়েস্টার্ন প্লাস ম্যাপল লিফ, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হানসা – এ প্রিমিয়াম রেসিডেন্স, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার (আইএইচজি), হোটেল ওমনি রেসিডেন্সি ঢাকা, হোটেল সারিনা ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, লেকশোর বনানী, লে মেরিডিয়ান ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, সৈয়দমান বিচ রিসোর্ট লিমিটেড, শেরাটন ঢাকা, সিক্স সিজনস হোটেল, দি পেনিনসুলা চট্টগ্রাম পিএলসি, দি রেইন্ট্রি ঢাকা এবং দ্য ওয়েস্টিন ঢাকা।
ওরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫, পাওয়ার্ড বাই লিলি, সম্ভব হয়েছে অসংখ্য সহযোগী ও পৃষ্ঠপোষকের সমর্থনে: নূর আলী ফ্যামিলি ট্রাস্ট (অ্যাসোসিয়েট স্পনসর), যমুনা টেলিভিশন (মিডিয়া পার্টনার), সাইলেন্ট স্পোর্টস (ব্রডকাস্টিং পার্টনার), এমভি ট্রেডার্স (অফিশিয়াল জার্সি পার্টনার), হানসা ম্যানেজমেন্ট লিমিটেড ও অ্যাট ইওর সার্ভিসেস লিমিটেড (লজিস্টিক পার্টনার) এবং সানবিট, টাইলক্স, অ্যাকনল, হারলান, ডাইভার্সি, ইউএস-বাংলা, নূর ট্রেড হাউস, কোয়ালিটি আগ্রো, প্রাণ আগ্রো, বেঙ্গল মিট ও তাজ এন্টারপ্রাইজ–এর সহযোগিতায়।
বিহা এই বছরের লিগের সফলতা অর্জনে অংশগ্রহণকারী দল, স্পনসর, পার্টনার এবং সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে। ভবিষ্যতের ঘোষণা ও উদ্যোগগুলোর জন্য সবাইকে নজর রাখার আমন্ত্রণ জানাচ্ছে, যা বাংলাদেশের আতিথেয়তা শিল্পে আরও বন্ধুত্ব, উৎকর্ষতা এবং খেলাধুলার চেতনা গড়ে তুলবে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩২ দশমিক ১১ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমান রিজার্ভের পরিমাণ ২৭ দশমিক ৩৫ বিলিয়ন ডলার।
১ ঘণ্টা আগেফের বড় ধরনের তারল্য সংকটে পড়েছে দেশের শেয়ারবাজার। বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে মাত্র ৩৫৫ কোটি টাকা, যা গত চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৩ জুন ডিএসইতে সর্বনিম্ন ২৭৬ কোটি টাকা লেনদেন হয়েছিল।
১ ঘণ্টা আগেদাবা বিশ্বকাপে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রতিনিধিত্বকারী মনন রেজা নীড়ের বিশ্বজয়ের যাত্রার অংশীদার হতে পেরে গর্বিত বার্জার পেইন্টস বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ব্যাংক সম্প্রতি ছয়টি ব্যাংক থেকে প্রতি ডলার ১২১ টাকা ৮০ পয়সা দরে ৩৮ মিলিয়ন ডলার কিনেছে। চলতি অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত ব্যাংকগুলো থেকে মোট ২ দশমিক ১২ বিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক।
৩ ঘণ্টা আগে